" সকল প্রশংসার মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন "
আমার বানীর প্রারম্ভে গভীর শ্রদ্ধাভরে স্মরন করছি, মরহুম আকামত আলী মাষ্টার সাহেবকে। যার অক্লান্ত পরিশ্রম, মেধা এবং বিশাল সম্পত্তি দানের মধ্য দিয়ে আজকে প্রতিষ্ঠিত বর্তমান রুপে এই বিদ্যালয়টি। অত্র এলাকার মানুষের ভাগ্য উন্নয়ন ও প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে অশিক্ষা, কুশিক্ষা থেকে মুক্ত করে শিক্ষিত জাতি এবং নিজেদের অধিকার প্রতিষ্ঠায় শিক্ষার কোন বিকল্প নেই। তারই ধারাবাহিকতায় তিনি ১৯৩০খ্রিষ্টাব্দে সৈয়দপুর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে আরো অনেকেই মেধা, শ্রম ও অর্থ দিয়ে সহযোগিতা করে বিদ্যালয়টির উন্নয়নের ধারা অব্যাহত রাখেন। আজকের দিনে আমি তাদের ও গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি।
"বিস্ময়কর এই পৃথিবী প্রতিনিয়ত পরিবর্তনশীল, আর এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছে শিক্ষা। শিক্ষা কেবল জ্ঞান অর্জনের মাধ্যম নয়, এটি মানবিকতা, নেতৃত্ব ও চারিত্রিক গঠনের ভিত্তি। আমাদের সৈয়দপুর উচ্চ বিদ্যালয় সেই বিশ্বাসকে ধারণ করে পথ চলেছে—যেখানে প্রতিটি শিশুর স্বপ্ন পাখা মেলে উড়তে পারে, আর প্রতিটি শিক্ষার্থী নিজেকে তৈরি করতে পারে আগামী দিনের যোগ্য নেতৃত্বে।
একটি শিক্ষাপ্রতিষ্ঠান কেবল পাঠ্যবইয়ের জ্ঞান দেওয়াই নয়, বরং তাদের ভেতরে সততা, সহানুভূতি, দায়িত্ববোধ ও আত্মমর্যাদাবোধ সৃষ্টি করাই আমাদের মূল লক্ষ্য। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় সৈয়দপুর উচ্চ বিদ্যালয় আজ কুমিল্লা জেলার একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠছে। যা আমাদের সকলের জন্যই গর্বের বিষয়।
আমি বিশ্বাস করি—যে জাতি স্বপ্ন দেখে, পরিশ্রম করে এবং শিক্ষাকে জীবনের মূল চালিকাশক্তি হিসেবে ধরে নেয়, সেই জাতি একদিন অবশ্যই উন্নতির শিখরে পৌঁছায়। এই বিশ্বাস থেকেই আমরা প্রতিটি শিক্ষার্থীর মাঝে আত্মবিশ্বাস, সৃজনশীলতা এবং মানবিক গুণাবলি গড়ে তোলার চেষ্টায় রত।
সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের প্রতি আমার আন্তরিক শুভকামনা। আসুন, আমরা সবাই মিলে একটি সুন্দর, শিক্ষিত, মূল্যবোধসম্পন্ন ও আলোকিত ভবিষ্যৎ গড়ে তুলি—যার শুরুটা হোক এই প্রিয় বিদ্যালয় থেকেই।
**উন্নয়ন হোক শিক্ষার, বিজয় হোক মানবতার**
মোঃ আবদুল করিম
সভাপতি,
সৈয়দপুর উচ্চ বিদ্যালয়
কুমিল্লা সদর দক্ষিন, কুমিল্লা।
Total Visitors:
Current Users: